সহজাত আচরন(ইনসটিংক্টস)
চিত্রের 'B' অংশটি-
রেশমি সুতা দিয়ে তৈরি
ফাঁদ হিসেবে কাজ করে
অনিয়ত ও জিন নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?
সারা পৃথিবীতেই মাকড়শা জাল বোনে, সময় লাগে আধ ঘন্টারও কম । মাঠে যেসব মাকড়শা বাস করে তাদের
অধিকাংশই খুব ভোরে সুর্যোদয়ের সময় জাল বোনে । জালিকা বৃত্ত একটি নিয়ত গঠন— এতে রয়েছে কাঠামো frame),
অরীয় স্পোক (radial spokes) এবং আঠাল প্যাচ (viscid spirals) । হ্যান্স পিটার্স (Hans Peters, 1939) সর্বপ্রথম
মাকড়শার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেছিলেন ।

মাকড়শার জাল বোনার শুরুতে একটি Y-আকৃতির ভারা (রাজ মজুরদের ভারা) নির্মাণ করে, এরপর কাঠামো ও
অরীয় স্পোক, এবং সবশেষে অন-আঠাল ও আঠাল প্যাঁচ সৃষ্টি করে । প্রত্যেক ধাপে সৃষ্ট জালকগুলো সঠিক কোণ ও
দূরত্ব অনুসরণ করে নির্মিত হয় । এভাবে নিখুঁত কৌণিক বৃত্তাকার জাল নির্মাণ মাকড়শার সহজাত আচরণের অন্যতম উদাহরণ ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই