নগ্নবীজি উদ্ভিদ এবং Cycas গঠন ও শনাক্তকারী বৈশিষ্ট্য
নিচের কোনটি বৃক্কাকার?
স্পোরাঞ্জিয়া: ফার্নে স্পোরাঞ্জিয়াগুলো অনেক সময়ই পৃথকভাবে বৃক্কাকার হয়ে থাকে। এটি হলো স্পোর ধারণকারী থলি, এবং এটাই মূলত অনেক সময় বৃক্কাকার হয়।
সোরাস: এটি হলো ফার্নজাতীয় উদ্ভিদের পাতার নিচে অবস্থিত স্পোরাঞ্জিয়ার গুচ্ছ। এটি সাধারণত গোলাকার বা বিভিন্ন আকৃতির হতে পারে, তবে এটি নিজে সাধারণত বৃক্কাকার নয়।
অমরা: এটি বৃক্কাকার নয়।
ফলস ইনডুসিয়াম: এটি পাতার প্রান্ত ভাঁজ হয়ে সোরাস ঢেকে রাখে, নিজে বৃক্কাকার নয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উদ্দীপকটি লক্ষ করো এবং নিচের প্রশ্নগুরোর উত্তর দাও।
বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলে দেখতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদের ফসিল মাটির নিচে খনিতেও পাওয়া যায়। এ সকল উদ্ভিদ বংশবিস্তার সাধারণত পার্শ্ব মুকুল সৃষ্টির মাধ্যমে এবং ফুল সৃষ্টি করে সরাসরি বীজ উৎপাদনের মাধ্যমে হয়ে থাকে।
নগ্নবীজী উদ্ভিদের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
Cycas কে কেন পামফার্ন বলা হয়?
শিক্ষক ক্লাসে দুই প্রকার উদ্ভিদ গোষ্ঠী নিয়ে আলোচনা করছিলেন। এক প্রকার উদ্ভিদ গোষ্ঠী আছে যাদের বীজ উন্মুক্ত থাকে। আরেক প্রকার উদ্ভিদগোষ্ঠী রয়েছে যাদের বীজ আবরনযুক্ত। দ্বিতীয় প্রকার উদ্ভিদ গোষ্ঠীর একটি গোত্র বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।