নগ্নবীজি উদ্ভিদ এবং Cycas গঠন ও শনাক্তকারী বৈশিষ্ট্য
নগ্নবীজী উদ্ভিদের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য:
(i) উদ্ভিদ বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পোরোফাইট ও অসমরেণুপ্রসু।
(ii) রেণুপত্র অর্থাৎ স্পোরোফিলগুলো ঘনভাবে সজ্জিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে।
(iii) মেগাস্পোরোফিল (স্ত্রীরেণুপত্র) এ কোনো গর্ভাশয় তৈরি হয় না অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই।
(iv) পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়।
(v) ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে।
(vi) গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না বলে বীজ (নিষিক্ত ডিম্বক) নগ্ন অবস্থায় থাকে।
(vii) নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না (ব্যতিক্রম: Ephedra), তাই শাঁস হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়।
(viii) জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না (ব্যতিক্রম: Gnetum) এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না।
(ix) সকলেই বায়ু পরাগী।
(x) জীবনচক্র হেটারোমরফিক (অসমআকৃতির) জনুক্রম।
(xi) আর্কিগোনিয়া সৃষ্টি হয়।
(xii) পুষ্প একলিঙ্গ, সরল ও সংকুচিত (Reduced)
(xiii) Leaf scar নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উদ্দীপকটি লক্ষ করো এবং নিচের প্রশ্নগুরোর উত্তর দাও।
বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলে দেখতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদের ফসিল মাটির নিচে খনিতেও পাওয়া যায়। এ সকল উদ্ভিদ বংশবিস্তার সাধারণত পার্শ্ব মুকুল সৃষ্টির মাধ্যমে এবং ফুল সৃষ্টি করে সরাসরি বীজ উৎপাদনের মাধ্যমে হয়ে থাকে।
Cycas কে কেন পামফার্ন বলা হয়?