৪.৬ তড়িৎ দার বিভব এবং ধাতুর সক্রিয়তা সিরিজ
নিচের কোন ধাতুটি H2O ও HCl থেকে H2 কে প্রতিস্থাপন করতে পারে না?

কপার (Cu) ধাতুটি পানির বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের (HCl) সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন (H2) গ্যাস প্রতিস্থাপন করতে পারে না। কারণ, কপার অপেক্ষাকৃত কম প্রতিক্রিয়াশীল ধাতু এবং এটি H2O বা HCl এর মতো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। ফলে, কপার ধাতু কখনই জল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা হাইড্রোজেন উত্পাদন করতে পারে না।
সুতরাং, সঠিক উত্তর হল: Cu
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোনটি সবচেয়ে কম সক্রিয় ধাতু?
ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের সময় Hg দ্বারা নির্মিত ক্যাথোডে উৎপন্ন পদার্থসমূহ-
i. NaOH
ii. H
iii. Cl₂
নিচের কোনটি সঠিক?
তড়িৎ বিশ্লেষ্য কোষে-
i. তড়িৎ ক্যাথোড হতে অ্যানোডে প্রবাহিত হয়
ii. তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়
iii. অ্যানোডে জারণ সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
কপার ও জিংকের প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে +0.34 V এবং –0.76 V. সুতরাং
কপার জিংকের চেয়ে শক্তিশালী জারক
CuSO4 দ্রবণে Zn যোগ করলে Cu অধঃক্ষিপ্ত হয়
কোষে জিংক অ্যানোড হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?