৪.৬ তড়িৎ দার বিভব এবং ধাতুর সক্রিয়তা সিরিজ
কপার ও জিংকের প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে +0.34 V এবং –0.76 V. সুতরাং
কপার জিংকের চেয়ে শক্তিশালী জারক
CuSO4 দ্রবণে Zn যোগ করলে Cu অধঃক্ষিপ্ত হয়
কোষে জিংক অ্যানোড হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
সক্রিয়তা সিরিজে জিংক কপার এর উপরের অবস্থান করে তাই এটি অ্যানোড হিসেবে কাজ করবে
জিংক শক্তিশালী বিজারক(জারণ করে) হিসেবে কাজ করবে এবং কপার শক্তিশালী জারক(বিজারণ করে)।
জিংক এর সক্রিয়তা বেশি হয় কপার সালফেট দ্রবণে Zn রাখলে Cu অধঃক্ষিপ্ত হবে এবং জিংক সালফেট তৈরি হবে।

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোনটি সবচেয়ে কম সক্রিয় ধাতু?
ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের সময় Hg দ্বারা নির্মিত ক্যাথোডে উৎপন্ন পদার্থসমূহ-
i. NaOH
ii. H
iii. Cl₂
নিচের কোনটি সঠিক?
তড়িৎ বিশ্লেষ্য কোষে-
i. তড়িৎ ক্যাথোড হতে অ্যানোডে প্রবাহিত হয়
ii. তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়
iii. অ্যানোডে জারণ সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
A, B, C ও D চারটি তড়িদ্দ্বারের বিজারণ বিভব যথাক্রমে – 1.36, -0.32, 0.00, -1.26 V মৌলসমূহের সক্রিয়তার অধঃক্রম যথাক্রমে-