বীট
দুটি শব্দের ক্রিয়ায় প্রতি সেকেন্ডে 5 টি বিট উৎপন্ন হয়।পরপর সর্বোচ্চ এবং সর্বনিম্ন শব্দের মধ্যে সময়ের পার্থক্য কত?
১। উৎসদ্বয়ের ক্রিয়ায় শব্দের তীব্রতা প্রতি সেকেন্ডে 5 বার হ্রাস-বৃদ্ধি হয়।
উৎসদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য N = 5 Hz
উ
ৎসদ্বয় হতে আগত শব্দ কোনো বিন্দুতে বা কানে প্রতি সেকেন্ডে 5 বার সমদশায় ও 5 বার বিপরীত দশায় মিলিত হয়।
পর পর একটি সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার মধ্যে সময়ের ব্যবধান
সেকেন্ড
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বীট সৃষ্টির শর্ত হলো --
বীট সৃষ্টিকারী শব্দতরঙ্গ দুটি একই সময়ে উৎপন্ন হতে হবে। অনুনাদ, প্রতিফলন হয় না।
তরঙ্গ দুটির কম্পাঙ্ক ও তীব্রতা প্রায় সমান হতে হবে এবং উপরিপাতন হতে হবে।
তরঙ্গ দুটির মিলিত ক্রিয়ার বিস্তার সময়ের সাথে পরিবর্তিত হবে এবং অপবর্তন হয় না।
A ও B দুটি সুরশলাকাকে একত্রে বাজালে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়।
A কে সামান্য ঘষলে বিটসংখ্যা 4টি হয়। B এর কম্পাংক 560Hz হলে A এর কম্পাংক কত?
100 হার্জ ও 110 হার্জ কম্পাংকের দুটি সুরশলাকা যথাক্রমে A ও B । B এর বাহুতে সামান্য পরিমাণ মোম লাগিয়ে A ও B কে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়।
B এর বাহুতে মোম লাগানোর পূর্বে A ও B কে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে কয়টি বিট উৎপন্ন হবে?
বীট ব্যবহার করে -
হারমোনিয়ামের রিড টিউন করা যায়
অজানা সুর শলাকা কম্পাঙ্ক নির্ণয় করা যায়
খনিতে দূষিত বায়ুর উপস্থিত নির্ণয় করা যায়
নিম্নের কোনটি সঠিক?