বীট
বীট সৃষ্টির শর্ত হলো --
বীট সৃষ্টিকারী শব্দতরঙ্গ দুটি একই সময়ে উৎপন্ন হতে হবে। অনুনাদ, প্রতিফলন হয় না।
তরঙ্গ দুটির কম্পাঙ্ক ও তীব্রতা প্রায় সমান হতে হবে এবং উপরিপাতন হতে হবে।
তরঙ্গ দুটির মিলিত ক্রিয়ার বিস্তার সময়ের সাথে পরিবর্তিত হবে এবং অপবর্তন হয় না।

প্রায় সমান কম্পাঙ্কবিশিষ্ট দুটি শব্দতরঙ্গ মাধ্যমের কোনো একটি কণার ওপর মিলিত হবার পর তাদের মধ্যে
দশা বৈষম্য সময়ের সাথে পরিবর্তিত হয় এবং কোনো এক মুহূর্তে কণাটির ওপর তরঙ্গ সমদশায় আবার পরবর্তী
মুহূর্তে তরঙ্গদ্বয় বিপরীত দশায় ক্রিয়া করে। এজন্য তরঙ্গদ্বয়ের মিলিত ক্রিয়ায় একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর কণাটির
সরণ তথা শব্দের তীব্রতা একবার সবচেয়ে বেশি হয় এবং আর একবার সবচেয়ে কম হয়। শব্দের তীব্রতার এই
পর্যায়ক্রমিক হ্রাস-বৃদ্ধিই স্বরকম্প।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
A ও B দুটি সুরশলাকাকে একত্রে বাজালে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়।
A কে সামান্য ঘষলে বিটসংখ্যা 4টি হয়। B এর কম্পাংক 560Hz হলে A এর কম্পাংক কত?
100 হার্জ ও 110 হার্জ কম্পাংকের দুটি সুরশলাকা যথাক্রমে A ও B । B এর বাহুতে সামান্য পরিমাণ মোম লাগিয়ে A ও B কে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়।
B এর বাহুতে মোম লাগানোর পূর্বে A ও B কে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে কয়টি বিট উৎপন্ন হবে?
বীট ব্যবহার করে -
হারমোনিয়ামের রিড টিউন করা যায়
অজানা সুর শলাকা কম্পাঙ্ক নির্ণয় করা যায়
খনিতে দূষিত বায়ুর উপস্থিত নির্ণয় করা যায়
নিম্নের কোনটি সঠিক?
একটি সনোমিটারে সদৃশ ও সমদৈর্ঘ্যের তিনটি তার A, B ও C-এ যথাক্রমে 200, 225 ও 250 N বল ঝুলিয়ে টানটান করা হলো। A তারটিকে শব্দায়িত করায় 100 Hz কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হলো। দুটি করে তার একসাথে শব্দায়িত করলে বিট উৎপন্ন হয় কি-না পরীক্ষা করা হলো।