৪.১০ এক ও দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ কোষ
ডেনিয়াল সেলের তড়িৎ প্রবাহের দিক কোনটি?
অর্ধকোষ দুটিকে একটি লবণ সেতু (KCl দ্রবণ ভর্তি U টিউব) দ্বারা এবং তড়িৎদ্বার দুটিকে একটি পরিবাহী (যেমন কপার তার) দ্বারা যুক্ত করলে পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ (ইলেকট্রন প্রবাহ) শুরু হয়। ডেনিয়েল কোষে জিঙ্ক তড়িৎদ্বার থেকে মুক্ত ইলেকট্রন পরিবাহীর মধ্য দিয়ে কপার তড়িৎদ্বারের দিকে দেখানো হয়। কিন্তু বাস্তবে এবং প্রচলিত নিয়ম মতে বহিবর্তনী দিয়ে তড়িৎ প্রবাহ ক্যাথোড (Cu তড়িৎদ্বার) থেকে অ্যানোড (Zn তড়িৎদ্বার) এর দিকে ঘটে।
ড্যানিয়েল সেলের তড়িৎ প্রবাহের দিক হলো Cu → Zn। অর্থাৎ, প্রচলিত তড়িৎ প্রবাহ ক্যাথোড (কপার) থেকে অ্যানোড (জিঙ্ক) এর দিকে হয়। ইলেক্ট্রন প্রবাহ এর উলটা দিকে হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
গলিত লেড ক্রোমাইটের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে নিম্নের কোনটির দ্বারা?
কোন ধাতব বস্তুতে সিলভারের ইলেকট্রোপ্লেটিং করতে হলে নিম্নের কোন ব্যবস্থাটি সঠিক?
ক্যাথোড অ্যানোড তড়িবিশ্লেষ্য
NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হয়–
NaOH
Cl2
H2
নিচের কোনটি সঠিক?
গলিত লবণে একই পরিমাণ তড়িৎ চালনা করলে ক্যাথোডে কোন ধাতুর সর্বোচ্চ সংখ্যক মোল বিমুক্ত হয়?