৪.১০ এক ও দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ কোষ
NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হয়–
NaOH
Cl2
H2
নিচের কোনটি সঠিক?
সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত (গাঢ়) জলীয় দ্রবণ এর নাম ব্রাইন। সাধারণত সমুদ্রের পানিকে গাঢ় করে ব্রাইন তৈরি করা হয়। ব্রাইনকে তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে H₂, অ্যানোডে Cl₂ এবং দ্রবণে NaOH উৎপন্ন হয়। জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন গঠন করে। একই সঙ্গে পানিও কিছুটা বিয়োজিত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই