জীবন-সঙ্গীত
'জীবন-সঙ্গীত' কবিতায় কবি মানুষের জীবনকে কীসের সঙ্গে তুলনা করতে বারণ করেছেন?
বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে
এ জীবন নিশার স্বপন,
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মানুষ সৃষ্টির সেরা জীব। মানবজীবন নাতিদীর্ঘ। মানুষ স্বীয় কর্মের জন্য সাফল্য-ব্যর্থতায় পর্যবসিত হয়। ভোগ, লোভ-লালসার চিন্তায় মানুষ ব্যর্থতা অর্জন করে। পক্ষান্তরে ত্যাগ, ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে মানুষ সফলতা অর্জন করে।
কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 'সংসার সমরাজান' বলতে কী বুঝিয়েছেন?
এমন মানব জনম আর কি হবে।
মন যা কর ত্বরাই কর এই ভবে।
অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানব উত্তম কিছুই নাই
দেব-দেবতাগণ করে আরাধন
জন্ম নিতে মানবে।
কত ভাগ্যের ফলে না জানি
মন রে পেয়েছ এই মানব তরণি।
বেয়ে যাও ত্বরায় তরি
সুধারায় যেন ভরা না ডোবে।
সামাদ সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে। প্রথম দিকে অনেক লাভ করতে পারলেও একসময় তার ব্যবসায় মন্দা দেখা দেয় এবং সে হতাশ হয়ে পড়ে । তার বন্ধু তাকে পরামর্শ দেয় প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই সংসারে বেঁচে থাকতে হয়। বন্ধুর পরামর্শ অনুযায়ী ধৈর্য ধারণ করে আজ সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।