জীবন-সঙ্গীত
এমন মানব জনম আর কি হবে।
মন যা কর ত্বরাই কর এই ভবে।
অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানব উত্তম কিছুই নাই
দেব-দেবতাগণ করে আরাধন
জন্ম নিতে মানবে।
কত ভাগ্যের ফলে না জানি
মন রে পেয়েছ এই মানব তরণি।
বেয়ে যাও ত্বরায় তরি
সুধারায় যেন ভরা না ডোবে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মানুষ সৃষ্টির সেরা জীব। মানবজীবন নাতিদীর্ঘ। মানুষ স্বীয় কর্মের জন্য সাফল্য-ব্যর্থতায় পর্যবসিত হয়। ভোগ, লোভ-লালসার চিন্তায় মানুষ ব্যর্থতা অর্জন করে। পক্ষান্তরে ত্যাগ, ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে মানুষ সফলতা অর্জন করে।
অতীতের ভাবনা ভেবে লাভ নেই। কারণ পণ্ডিতেরা বলে গেছেন, “গতস্য শোচনা নাস্তি।' বর্তমান সে তো নেই বললেই চলে। ‘এই যেটা বর্তমান সেই'— এই কথা বলতে বলতে অতীত হয়ে গেল। কাজেই তরঙ্গ গোনা আর বর্তমানের চিন্তা করা সমানই অনর্থক। তাই ভবিষ্যতটা হলো আসল জিনিস, তা কখনো শেষ হয় না ।