লালসালু
জলবসন্ত রোগে আক্রান্ত ছোটো ছেলের চিকিৎসার জন্য সুমনবাবু মনোহারি, বৈদ্যের কাছ থেকে পানিপড়া ও নিমপাতা নিয়ে আসেন। কলেজপড়ুয়া বড়ো ছেলে রাজীব ছোটো ভাইকে হাসপাতালে নিতে চাইলে পিতার
একগুঁয়েমির কাছে সে প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
উত্ত চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে-
লালসালু উপন্যাসের খালেদ ব্যাপারীর মধ্যেও উক্ত কুসংস্কারচ্ছন্ন মানসিকতা দেখতে পাওয়া যায়। আমিনা বেবি সন্তান লাভের আশায় পীরের পানি পড়া খাওয়ার আশা করেন যা পুরোপুরি অবাস্তব। তার স্বামী খালের ব্যাপারে তাতে মত প্রকাশ করে ধলা কে দিয়ে পাঠান। এই মনোভাবটি উদ্দীপকের সমান বাবুর মধ্যে দেখা যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'লালসালু' উপন্যাসে হাসপাতালের অবস্থান কোথায়?
'লালসালু' উপন্যাসে ঝড় এলে কার হৈহৈ করার অভ্যাস?
রেবেকার ক'দিন ধরে জ্বর। জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য সে পিরের শরণাপন্ন হয়- পানি পড়ার আশায়। তার বিশ্বাস পিরের পড়া পানি খেলে অলৌকিক শক্তির কারণে তার জ্বর ভালো হয়ে যাবে।
উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে?
i. অন্ধবিশ্বাস
ii. কুসংস্কার
iii. ধর্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
হাসুনির মাকে বুড়ো বেধড়ক প্রহার করে কেনো?