উপাঙ্গীয় কঙ্কাল
খেলার মাঠে সোহেল চাকতি নিক্ষেপের সময় বাহুর গোড়ায় তীব্র ব্যথা অনুভব করলো। ডাক্তারি পরীক্ষায় জানা গেল বাহুর অস্থিটি সংশ্লিষ্ট গহ্বর থেকে স্থানচ্যুত হয়েছে।
উদ্দীপকে উল্লিখিত অস্থিটির নাম হলো—
হিউমেরাস হলো ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি। হিউমেরাসের মস্তক স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে আটকানো থাকে। এতে সার্জিকাল গ্রীবা ও অ্যানাটমিকাল গ্রীবা থাকে।
রেডিয়াস-আলনা হলো হিউমেরাসের নিচের অস্থি।এগুলো হিউমেরাসের সাথে যুক্ত থাকে।
ফিমার হলো পায়ের অস্থি। এটি মানবদেহের দীর্ঘতম অস্থি। এর মস্তক অ্যাসিটাবুলামে আটকানো থাকে।
টিবিয়া-ফিবুলা হলো ফিমারের নিচের অস্থি। এগুলো প্যাটেলার সাহায্যে ফিমারের সাথে যুক্ত থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই