উপাঙ্গীয় কঙ্কাল
কোন পশুকাগুলো ভাসমান পর্শকা নামে পরিচিত ?
পশুকাগুলোকে তিনভাগে ভাগ করা হয়। যথা-
প্রকৃত পশুঁকা: এরা সংখ্যায় ৭ জোড়া। এগুলো ১ম ৭টি পশুকা, বক্ষদেশীয় কশেরুকা থেকে উৎপন্ন হয়ে স্টার্নামে যুক্ত হয়। পর্শকা ও স্টার্নামের 'সংযোগস্থলে তরুণাস্থি থাকে। এদের কোস্টাল কার্টিলেজ বা কোস্টাল তরুণাস্থি বলে।
অপ্রকৃত পশুঁকা: এরা সংখ্যা ৩ জোড়া। এগুলো ৮ম, ৯ম ও ১০ম জোড়া। এরা অষ্টম, নবম ও দশম বক্ষদেশীয় কশেরুকা থেকে উৎপন্ন হয়ে স্টার্নামে যুক্ত না হয়ে সপ্তম জোড়া পর্শকার সাথে যুক্ত হয়।
ভাসমান পশুকা: এরা সংখ্যা ২ জোড়া এর একাদশ ও দ্বাদশ বক্ষদেশীয় কশেরুকা থেকে উৎপন্ন হয়ে ভাসমান অবস্থায় থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই