হাইড্রার চলন ও জনন পদ্ধতি এবং হাইড্রার মিথোজীবিতা
কোনটি হাইড্রার প্রজননের পদ্ধতি নয়?
প্রাণী বিজ্ঞানী টেলরের মতে, প্রতিকূল পরিবেশে অ্যামিবা সিস্ট গঠন বা আবরণীবদ্ধ হয় এবং এর ভেতর নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে অসংখ্য স্পোর সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে বলা হয় স্পোরুলেশন।
হাইড্রার জনন সাধারণত মুকুলোদগম, বিভাজন, যৌন জননের মাধ্যমে হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোন ধরনের চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে?
লুপিং–
একবার চলন সম্পন্ন হতে দু'বার লুপ গঠিত হয়
পাদচাকতি সর্বদা নিচের দিকে থাকে
চলনের গতি অপেক্ষাকৃত মন্থর
নিচের কোনটি সঠিক?
Hydra-র একটি ডিগবাজীতে কয়টি লুপ গঠিত হয়?
একটি দ্বিস্তরী প্রাণীর বহিঃত্বকে এক ধরনের কোষ রয়েছে। এটি প্রশ্নটিকে শিকার, আশ্রয় এবং চলনে সাহায্য করে। একটি সবুজ শৈবালও এর গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। এই সহাবস্থানের ফলে উভয়ই উপকৃত হয়।