হাইড্রার চলন ও জনন পদ্ধতি এবং হাইড্রার মিথোজীবিতা
লুপিং–
একবার চলন সম্পন্ন হতে দু'বার লুপ গঠিত হয়
পাদচাকতি সর্বদা নিচের দিকে থাকে
চলনের গতি অপেক্ষাকৃত মন্থর
নিচের কোনটি সঠিক?
লুপিং (Looping) বা হামাগুড়ি : লম্বা দূরত্ব অতিক্রমের জন্য Hydra সাধারণত লুপিং চলনের আশ্রয় নেয় ।এ পদ্ধতিতে প্রতিবার চলনে একটি লুপ তৈরি হয় এবং Hydra তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে ।জোঁক বা শুঁয়াপোকা চলার সময় যেভাবে ক্রমান্বয়িক লুপ বা ফাঁসের সৃষ্টি হয়, হাইড্রার এ চলনও দেখতে অনেকটা একই রকম হওয়ায় ফাঁসাচলনকে জোঁকা চলন বা শুঁয়াপোকা চলন নামেও অভিহিত করা যায় ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি দ্বিস্তরী প্রাণীর বহিঃত্বকে এক ধরনের কোষ রয়েছে। এটি প্রশ্নটিকে শিকার, আশ্রয় এবং চলনে সাহায্য করে। একটি সবুজ শৈবালও এর গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। এই সহাবস্থানের ফলে উভয়ই উপকৃত হয়।
Hydra
-র গ্যাস্ট্রুলা দশার কেন্দ্রের গহব্বরের নাম কি?
B দ্বারা কোন ধরনের চলনের কথা বলা হয়েছে?
দ্রুত চলাচলের জন্য Hydra কোন চলন পদ্ধতি ব্যবহার করে?