বায়োম ও প্রাণিভৌগোলিক অঞ্চলসমূহ
কোন বনভূমি বায়োমে উদ্ভিদ বৈচিত্র্য বেশি দেখা যায়?
ট্রপিক্যাল রেইন ফরেস্টে অসংখ্য প্রজাতির উঁচু বৃক্ষ জন্মে। বনের মেঝে (floor) অন্ধকার ও ভেজা থাকে। এসব বনে কোনো একক প্রজাতির উদ্ভিদ আধিপত্য বিস্তার করে না। বনের উপরে ক্যানোপি তৈরি হয় ৩০-৪৫ মিটার উঁচু বৃক্ষের প্রজাতি দিয়ে। কিছু উঁচু বৃক্ষ (৬০ মিটার বা বেশি) এই ক্যানোপি ভেদ করে উপরে উঠে যায়, যাদেরকে ইমার্জেন্ট বলে। বৃক্ষকে অবলম্বন করে প্রচুর কাষ্ঠল লতা ও পরাশ্রয়ী উদ্ভিদ প্রতিষ্ঠা লাভ করে। ট্রপিক্যাল রেইন ফরেস্টে স্পিশিস ডাইভারসিটি অধিক। এ সব ফরেস্টে অসংখ্য প্রজাতির পতঙ্গ, পাখি, সরিসৃপ, স্তন্যপায়ী ও উভচর প্রাণী বাস করে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রায়হান টেলিভিশনে একটি বনের উপর প্রচারিত প্রতিবেদন দেখছিল। এতে গোলপাতা, গেওয়া প্রভৃতি উদ্ভিদ ছিল এবং বনের মাটি ছিল কাদাময় । [রা. বো., কু. বৌ:, চ. বৌ, ব. বো. ২০১৮ | প্রশ্ন নং ৭/
স্বাদু পানিতে লবণের মাত্রা কত?
তুন্দ্রা বায়োমের বৈশিষ্ট্য হলো-
চির বরফাকৃত
এ অঞ্চলের প্রাণীরা রাতে বেশি বিচরণ করে
ঘাস,মস,লাইকেন ইত্যাদি পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
বার্ডস অব প্যারাডাইস কোন প্রাণিভৌগোলিক অঞ্চলে বাস করে?