বায়োম ও প্রাণিভৌগোলিক অঞ্চলসমূহ
স্বাদু পানিতে লবণের মাত্রা কত?
স্বাদুপানির বায়োম: পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ মিঠাপানি বায়োম দিয়ে আবৃত। পানিতে লবণের পরিমাণ ১% এরও কম। যেমন: পুকুর
ও হ্রদ, নদী, জলাভূমি যে পানিতে দ্রবীভূত অবস্থায় লবণাক্ততার মাত্রা ৫০০ পিপিএম বা এক মিলিয়নের পাঁচশত ভাগের চেয়ে কম থাকলে তা স্বাদু পানি হিসেবে বিবেচিত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রায়হান টেলিভিশনে একটি বনের উপর প্রচারিত প্রতিবেদন দেখছিল। এতে গোলপাতা, গেওয়া প্রভৃতি উদ্ভিদ ছিল এবং বনের মাটি ছিল কাদাময় । [রা. বো., কু. বৌ:, চ. বৌ, ব. বো. ২০১৮ | প্রশ্ন নং ৭/
তুন্দ্রা বায়োমের বৈশিষ্ট্য হলো-
চির বরফাকৃত
এ অঞ্চলের প্রাণীরা রাতে বেশি বিচরণ করে
ঘাস,মস,লাইকেন ইত্যাদি পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
নিয়াজের বাড়ি উপকূলীয় অঞ্চলে। সমুদ্রের কাছাকাছি এলাকায় প্রচুর পরিমাণ উঁচু বৃক্ষ রোপণ অভিযান দেখে এর কারণ জানতে চাওয়ায় তার বাবা বললেন বায়ু প্রবাহ রোধ করার জন্য বৃক্ষ রোপণ করা হচ্ছে।
উল্লিখিত স্থানের বৃক্ষের প্রজাতিগুলো-
পর্ণমোচী ধরনের হয়
সবুজ বেষ্টনী বলে পরিচিত
১৫০ ফুট উঁচু হলে অধিক কার্যকর হয়
নিচের কোনটি সঠিক?
