রেজিষ্টার
কম্পিউটারের গতি ও তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা অনেকটা কীসের ওপর নির্ভরশীল?
কম্পিউটারে যে Memory সরাসরি সিপিইউ-এর সাথে যুক্ত এবং যাতে সামায়িকভাবে তথ্য সঞ্চিত করে রাখা যায় তাকে
রেজিস্টার(
Register) বলে।
রেজিস্টারসিপিইউ এর মধ্যে অবস্থিত অস্থায়ী স্মৃতি যা খুব দ্রুত ডাটা গ্রহণ, মজুদ এবং স্থানান্তর করতে পারে। ইলেকট্রিক সার্কিট দিয়ে তৈরি বলে রেজিস্টারগুলোর কাজ করার ক্ষমতা খুব দ্রুত।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শিফট রেজিস্টারের ইনপুটে সিরিয়াল ডেটা দিলে আউটপুটে কী ধরনের ডেটা পাওয়া যাবে?
ক্যাশ মেমোরি’র বৈশিষ্ট্য হচ্ছে-
i) রেজিস্টারের চেয়ে আকারে বড়
ii) রেজিস্টারের তুলনায় বেশি তথ্য ধারণ করতে পারে
iii) রেজিস্টারের তুলনায় গতি কম
নিচের কোনটি সঠিক?
প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোন মেমোরি?
কোন রেজিস্টারে ক্লক পালস একই সাথে সব ফ্লিপফ্লপে যায়?