রেজিষ্টার
কোন রেজিস্টারে ক্লক পালস একই সাথে সব ফ্লিপফ্লপে যায়?
রেজিস্টারে ডেটার স্থানান্তর
রেজিস্টারে ডেটার স্থানান্তর তিনভাবে হতে পারে। যথা- ১। প্যারালাল স্থানান্তর ২। সিরিয়াল স্থানান্তর ও ৩। মিশ্রভাবে স্থানান্তর।
যদি একটি রেজিস্টারের সব বিট একসঙ্গে একই ক্লক পালসে অন্য রেজিস্টারে স্থানান্তরিত হয় তবে একে প্যারালাল ট্রান্সফার বা সমান্তরাল স্থানান্তর বলে। কিন্তু প্রতি ক্লক পালসে এক বিট হিসেবে ডেটা স্থানান্তরিত হলে তাকে সিরিয়াল ট্রান্সফার বা সিরিয়াল স্থানান্তর বলে। ডেটার স্থানান্তর উভয়ভাবেই যখন হয় তখন তাকে মিশ্রভাবে ট্রান্সফার বলে। প্যারালাল ট্রান্সফারে সময় কম লাগে বলে বেশিরভাগ কম্পিউটারে প্যারালাল ট্রান্সফার ব্যবহার করা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই