বাংলা ভাষার প্রয়োগ -অপপ্রয়োগ (বাক্য শুদ্ধীকরণ)
(ক) বাক্য শুদ্ধ করে লেখ (যেকোনো পাঁচটি):
i) গাছে কাঁঠাল চুলে তেল।
ii) তিনি স্বস্ত্রীক ঢাকায় বাস করেন।
iii) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।
iv) এ কথা প্রমাণ হয়েছে।
v) খাঁটি গরুর দুধ।
vi) বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।
vii) পূর্বদিকে সূর্য উদয় হয়।
viii) ইহার আবশ্যক নাই।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
রাসেল ছেলেটি ভয়নক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ। সকল শিক্ষকবৃন্দ মনে করেন, আগামী ভবিষ্যতে সে সাফল্যতা অর্জন করবে। যা ইতিপূর্বে এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি।
ক) উত্তরঃ
i) গাছে কাঁঠাল চুলে তেল।
উত্তর: গাছে কাঁঠাল গোঁফে তেল ।
ii) তিনি স্বস্ত্রীক ঢাকায় বাস করেন।
উত্তর: তিনি সস্ত্রীক ঢাকায় বাস করেন।
iii) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।
উত্তর: শুধু গায়ের জোরে কাজ হয় না।
iv) এ কথা প্রমাণ হয়েছে।
উত্তর: এ কথা প্রমাণিত হয়েছে।
v) খাঁটি গরুর দুধ।
উত্তর: গোরুর খাঁটি দুধ।
vi) বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।
উত্তর: বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র।
vii) পূর্বদিকে সূর্য উদয় হয়।
উত্তর: পূর্বদিকে সূর্য উদীত হয়।
viii) ইহার আবশ্যক নাই।
উত্তর: ইহার আবশ্যকতা নাই ।
খ) উত্তরঃ
ছেলেটি
প্রচণ্ডমেধাবী ও বিনয়ী। তার মেধা
দেখেকরে সবাই মুগ্ধ।
শিক্ষকবৃন্দমনে করেন
ভবিষ্যতেসে অসামান্য
সাফল্য/সফলতাবয়ে আনবে, যা
ইতঃপূর্বে/ইতোপূর্বেএই প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি। মা-বাবাও স্বপ্ন
দেখেন, ছেলেটি একদিক তাদের জীবনে বয়ে আনবে সুনাম ও স্বাচ্ছন্দ্য।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
ⅰ) যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা।
ii) তার দু'চোখ অশ্রুজলে ভেসে গেল।
iii) তিনি স্বস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন।
iv) ফেলো টাকা মাখো তেল।
v) দৈন্যতা সবসময়ে প্রশংসনীয় নহে।
vi) শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করবো।
vii) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
viii) লোকটিকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি করে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আলমারি সাজিয়ে রাখার সময়কালে এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতরো বর্ষাকাল, ঢাকাই এবার বৃষ্টিও হয়েছে খুব। রাতদিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল, তাতে কুলিটা ভিড়বিড় করিয়া ওঠে, 'বর্ষাকালেই তো জুত'। কথাটা দুবার বলেছিল। এর মানে কী? স্টাফরুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলায় বর্ষা তো শালারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন।
(ক) উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
পুণ্যে মতি হোক। জীবন সুন্দর হবে। গাম্ভীর্য নিস্পৃহ জীবনের নব রূপায়ন। নব রূপের আকস্মিকতা শৈশবের মতো। যাকে কখনো পরাভব করা যায় না।