বাংলা ভাষার প্রয়োগ -অপপ্রয়োগ (বাক্য শুদ্ধীকরণ)
(ক) উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
পুণ্যে মতি হোক। জীবন সুন্দর হবে। গাম্ভীর্য নিস্পৃহ জীবনের নব রূপায়ন। নব রূপের আকস্মিকতা শৈশবের মতো। যাকে কখনো পরাভব করা যায় না।
(ক) উত্তরঃ
ক্রিয়াপদের সংজ্ঞাঃ যেসব শব্দ দ্বারা কাজ সম্পাদন করা বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে।
(১) ড. শাহজাহান মনিরের মতে, “যে পদ দ্বারা কোনো বিশেষকালে সম্পন্ন ক্রিয়া বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে।
(২) যে পদের সহায়তায় কোনোকিছু করা বা হওয়া অথবা কোনো কাজ বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে।
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্রিয়াপদের শ্রেণিবিন্যাস হয়ে থাকে। ক্রিয়াকে প্রথমত দু’ভাগে ভাগ করা যায়। যেমন-
(ক) ভাবের ওপর।
(খ) কর্মের ওপর।
(ক) ভাবের ওপর নির্ভর করে ক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা-
(১) সমাপিকা ক্রিয়া,
(২) অসমাপিকা ক্রিয়া।
সমাপিকা ক্রিয়াঃ যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকেই সমাপিকা ক্রিয়া বলে। যেমন – আমি মসজিদে যাই। সে ওজু করতে গেছে।
অসমাপিকা ক্রিয়াঃ যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ পায় না, তাকেই অসামপিকা ক্রিয়া বলে। যেমন- আমি ভাত খেয়ে।
(খ). কর্মের ওপর নির্ভর করে ক্রিয়াকে তিন ভাগে ভাত করা যায়। যেমন-
(১) সকর্মক ক্রিয়া,
(২) অকর্মক ক্রিয়া,
(৩) দ্বিকর্মক ক্রিয়া।
সকর্মক ক্রিয়াঃ যে ক্রিয়ার কর্ম থাকে, তাকেই সকর্মক ক্রিয়া বলে। যেমন – আজাহারুল কানামাছি খেলে। সাইফুল বাড়ি যায়।
অকর্মক ক্রিয়াঃ যে ক্রিয়ার কর্ম থাকেনা, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন – আহাজারুল খেলে। সাইফুল যায়।
দ্বিকর্মক ক্রিয়াঃ যে ক্রিয়ার দুটি কর্ম থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন- আজাহারুল ভাইকে চিঠি লিখেছে।
এগুলো ছাড়াও আরও দুটি ক্রিয়া রয়েছে। যথা–
(১) প্রযোজক ক্রিয়া,
(২) মিশ্র বা যৌগিক ক্রিয়া।
প্রযোজক ক্রিয়াঃ যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্যের মাধ্যমে শেষ হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন – ভাই বোনকে নদী দেখাচ্ছে।
মিশ্র বা যৌগিক ক্রিয়াঃ অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয়, তাকেই মিশ্র বা যৌগিক ক্রিয়া বলা হয়। যেমন- লোকটি চলে গেল।
(খ) উত্তরঃ
পুণ্য মতি হোক। জীবন সুন্দর হবে। গাম্ভীর্য নিস্পৃহ জীবনের নব রূপায়ণ। নব রূপের আকস্মিকতা শৈশবের মতো। যাকে কখনো পরাভূত করা যায় না।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found