৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) প্রয়োজনীয় বই ধার চেয়ে তোমার বন্ধুকে ই-মেইল কর।
অথবা,
(খ) শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে আবেদনপত্র লেখ।
(ক) উত্তরঃ
To : ridoy24@gmail.com
Cc :
Bcc :
Subject: প্রয়োজনীয় বই ধার প্রসঙ্গে.
প্রিয় রাশেদ,
পড়াশোনা নিয়ে আমার অত্যন্ত ব্যস্ত সময় কাটছে। হাতের নাগালে কিছু প্রয়োজনীয় বই না পাওয়ায় ঠিকমতো পরীক্ষার প্রস্তুতিও নিতে পারছি না। নিম্নলিখিত বইগুলো আমার খুব প্রয়োজন। কিছুদিনের জন্য ধার হিসেবে পাঠিয়ে দাও।
১. উচ্চতর ভাষারীতি লেকচার পাবলিকেশন্স লি.
২. বাংলা সাহিত্যের ইতিহাস: মাহবুবুল আলম
৩. উচ্চ মাধ্যমিক রসায়ন: এনসিটিবি
৪. The Art of Thinking Clearly: ROLF DOUBELLI
আশা করি আগামীকালই তুমি কুরিয়ারে মাধ্যমে বইগুলো পাঠিয়ে আমার অশেষ উপকার করবে।
তোমার বন্ধু
মাসুম।
(খ) উত্তরঃ
সিলেট
২৩ জানুয়ারি, ২০২১
বরাবর
অধ্যক্ষ
সিলেট সরকারি মহিলা কলেজ
সিলেট।
বিষয় : শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সহযোগিতার জন্য আবেদন।
জনাব
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমরা আপনার কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রীবৃন্দ। অন্যান্য বছরের মতো আমরা এ বছরও শিক্ষা সফরে কক্সবাজারে যেতে চাচ্ছি। জ্ঞানের পরিপূর্ণ বিকাশের জন্য শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম। নির্দিষ্ট গণ্ডির ভেতর থেকে লেখাপড়া করলে একঘেয়েমি চলে আসে, পুরো মনোযোগ বসে না পড়াশোনায়। শিক্ষা সফরের মাধ্যমে এ একঘেয়েমি দূর করা যায় এবং জীবন ও জগতের প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। এজন্য আমরা শিক্ষা সফরে যেতে চাই। তাছাড়া ইতোমধ্যে আমাদের দুজন স্যার এতে সম্মতি জ্ঞাপন করেছেন। এই সফরে আমরা ৫০ জন ছাত্রী ৩ দিন থাকব বলে সিদ্ধান্ত নিয়েছি। এতে আমাদের প্রায় ৩ লাখ টাকার মতো প্রয়োজন। কিন্তু এত টাকার যোগান দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। এমতাবস্থায় আমরা আপনার শরণাপন্ন হয়েছি। আপনার সদয় সুদৃষ্টি পেলে আমরা কৃতার্থ হবো।
অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, আমাদের উক্ত শিক্ষা সফরের অনুমতি দান ও আর্থিক সাহায্যের জন্য আপনার মর্জি একান্তভাবে কামনা করছি।
নিবেদক,
আপনার কলেজের
একাদশ শ্রেণির ছাত্রীদের পক্ষে
বীথি
সিলেট সরকারি মহিলা কলেজ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) কলেজে তোমার শেষ দিনের ক্লাস করার অনুভূতি জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি পাঠাও।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে
বিপণন কর্মকর্তা পদেনিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) তোমার বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
(ক) জরুরি রক্তের প্রয়োজনীয়তা জানিয়ে সহপাঠীকে বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) তোমার এলাকায় ডেঙ্গুজ্বর প্রতিরোধের আবেদন জানিয়ে উপজেলা চেয়ারম্যান বরাবর একটি পত্র লেখ।
(ক) তোমার দেখা কোনো সড়ক দুর্ঘটনার বিষয় জানিয়ে বন্ধুকে একটি বৈদ্যুতিন পত্র প্রেরণ কর।
অথবা,
(খ) শিক্ষাভ্রমণে যাওয়ার অনুমতি ও আর্থিক সহায়তা চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের বরাবর একটি আবেদনপত্র লেখ।