৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) জরুরি রক্তের প্রয়োজনীয়তা জানিয়ে সহপাঠীকে বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) তোমার এলাকায় ডেঙ্গুজ্বর প্রতিরোধের আবেদন জানিয়ে উপজেলা চেয়ারম্যান বরাবর একটি পত্র লেখ।
ক) উত্তরঃ
To: habib@gmail.com
Cc: ………………….
Bcc: ………………….
Subject: জরুরি রক্তের প্রয়োজন
হাবিব,
সুবিদ আংকেল সড়ক দুর্ঘটনায় ঢাকা মেডিক্যালে। জরুরি রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ এবি নেগেটিভ (AB-)। তোর রক্তের গ্রুপের সাথে ম্যাচ করেছে। যত তাড়াতাড়ি পারিস চলে আয়। এক ব্যাগ ম্যানেজ হয়েছে। আরও লাগবে। সাবধানে আসিস।
ইমরান গ্রিনরোড,
ঢাকা
খ) উত্তরঃ
তারিখ : ২০/০৩/২০০০
বরাবর চেয়ারম্যান
কুমিল্লা পৌরসভা, কুমিল্লা ।
বিষয় : ডেঙ্গুজ্বর প্রতিরোধের জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, কুমিল্লার পৌরসভার জনগণের মাঝে বর্তমানে ডেঙ্গু জ্বরের আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ ইতোমধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারাও গেছে। পত্রপত্রিকা মারফত ডেঙ্গু জ্বরের ভয়াবহতা সম্পর্কে ইতোমধ্যে জনগণ অবহিত হয়েছে। এডিস নামক মশা থেকে এ রোগ হয়। এডিস মশা পচা ডোবা নালা, আবর্জনার স্তূপে বাস করে। এমতাবস্থায় জনগণকে ডেঙ্গু জ্বর থেকে বাঁচানোর জন্য এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা দরকার। এ ব্যাপারে আপনার সময়োচিত হস্তক্ষেপ আশা করছে সবাই। অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা অত্র এলাকাবাসীকে ডেঙ্গুজ্বর থেকে রক্ষা করে নিরুদ্বিগ্ন বসবাসের ব্যবস্থা করবেন।
বিনীত
কুমিল্লা পৌরবাসীর পক্ষে,
আপনার বিশ্বস্ত ‘খ’; কুমিল্লা ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) কলেজে তোমার শেষ দিনের ক্লাস করার অনুভূতি জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি পাঠাও।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে
বিপণন কর্মকর্তা পদেনিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) তোমার বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
(ক) তোমার দেখা কোনো সড়ক দুর্ঘটনার বিষয় জানিয়ে বন্ধুকে একটি বৈদ্যুতিন পত্র প্রেরণ কর।
অথবা,
(খ) শিক্ষাভ্রমণে যাওয়ার অনুমতি ও আর্থিক সহায়তা চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের বরাবর একটি আবেদনপত্র লেখ।
(ক) কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়ানোর অনুভূতি জানিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) কোনো মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে একটি আবেদনপত্র রচনা কর।