১.বাংলা উচ্চারণের নিয়ম(৫)
(ক) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
আহ্লাদি, পুনঃপুন, মনোমালিন্য, অদ্য, জনশ্রুতি, জিহ্বা, ঐক্য, উদ্যোগ।
অথবা,
(খ) ণ-ত্ব বিধান কাকে বলে? ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
ক) উত্তরঃ
শব্দ | উচ্চারণ |
|---|---|
আহ্লাদি | আল্ হাদি |
পুনঃপুন | পুনোপ্ পুনো |
মনোমালিন্য | মোনোমালিন্ ন্যো |
অদ্য | ওদ্ দো |
জনশ্রুতি | জনোস্ শ্রুতি |
জিহ্বা | জিউভা |
ঐক্য | ওইক্ কো |
উদ্যোগ | উদ্ দোগ |
খ) উত্তরঃ
তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো...
১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়।
যেমন: ঋণ,রণ,ভীষণ ইত্যাদি।
২. ঋ-কার, রেফ,র-ফলা,ক্ষ এরপর মূর্ধন্য-ণ হয়।
যেমন: তৃণ,বর্ণ,ভ্রুণ,ক্ষণ ইত্যাদি।
৩. ঋ,র,ষ এরপর যদি স্বরধ্বনি,ক-বর্গ,প বর্গ,য,য়,ব,হ,ং এর কোন ধ্বনি থাকে, তাহলে এরপর ধ্বনি দন্ত-ন এর পরিবর্তে মূর্ধন্য-ণ হয়।যেমন: কৃপণ,হরিণ,ব্রাহ্মণ,অর্পণ ইত্যাদি।
৪. যুক্তব্যঞ্জনে ট-বর্গের সঙ্গে মূর্ধন্য-ণ হয়।যেমন: ঘণ্টা,কণ্ঠ,ভণ্ড ইত্যাদি।
৫. রাম,নার,উত্তর,পর এরপর 'অয়ন'- শব্দ হলে 'অয়ন'-এর দন্ত- ন মূর্ধন্য-ণ হয়ে যাবে।যেমন:নারায়ণ,রামায়ণ,উত্তরায়ণ ইত্যাদি।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) 'অ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
পর্যন্ত, মধ্যাহ্ন, জিহ্বা, দেখা, ধন্যবাদ, জয়ধ্বনি, স্মৃতি, এক।
(ক) 'য' ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
ফলশ্রুতি, ক্ষুদ্রতম, হিংস্র, সমন্বয়, দীনবন্ধু, ব্রহ্মপুত্র, বিজ্ঞপ্তি, প্রত্যক্ষ।
(ক) বাংলা 'ম' ফলা ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অদ্বিতীয়, গ্রীষ্ম, আশ্রম, আহ্লাদি, জনশ্রুতি, প্রজ্বলিত, দ্রষ্টব্য, নিঃসঙ্গ।