১.বাংলা উচ্চারণের নিয়ম(৫)
(ক) বাংলা 'ম' ফলা ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অদ্বিতীয়, গ্রীষ্ম, আশ্রম, আহ্লাদি, জনশ্রুতি, প্রজ্বলিত, দ্রষ্টব্য, নিঃসঙ্গ।
(ক) উত্তরঃ
১.শব্দের প্রতমে ম-ফলা থাকলে ম-ফলা উচ্চারণ হয় না।যেমনঃ স্মরণ > শোঁরণ, শ্নশান > শঁশান ,ইত্যাদি।
২.শব্দের মাঝখানে ম-ফলা থাকলে ম-ফলার উচ্চারণ হয় না।যেমনঃ বিষ্ময় > বিশশোঁয়।
৩.শব্দের শেষে ম-ফলা থাকলে ম-ফলা উচ্চারণ হয় না।যেমনঃ গ্রীষ্ম > গ্রিশশো, পদ্ম > পদদো।
৪.ন,ট,ংং,গ,ণ,ম,ল- এ বর্ণগুলোর যে কোন বর্ণের সজ্ঞে ম-ফলা যুক্ত হলে ম-ফলা উচ্চারণ হয়।যেমনঃ বাগ্নী > বাগমি, জন্ম > জনমো।
৫.যুক্তব্যঞ্জনের সজ্ঞে ম-ফলা যুক্ত হলে, ম-ফলা উচ্চারণ হয় না।যেমনঃ যক্ষা > জোকখা, লক্ষন > লকখোন ইত্যাতি।
(খ) উত্তরঃ
শব্দ | উচ্চারণ |
|---|---|
অদ্বিতীয় | অদ্ দিতিয়ো |
গ্রীষ্ম | গ্রিশ্ শোঁ |
আশ্রম | আস্ স্রোম্ |
আহ্লাদি | আল্ হাদি |
জনশ্রুতি | জনোস্ শ্রুতি |
প্রজ্বলিত | প্রোজ্জোলিতো |
দ্রষ্টব্য | দ্রোশ্ টোব্ বো |
নিঃসঙ্গ | নিশ্ শঙ্ গো |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই