বিলাসী
এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ছোঁড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে, কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি। ধম দিয়া বলিলেন, মা মরেচে ত যা নিচে নেবে দাঁড়া। ... কি জাতের ছেলেরে তুই? কাঙালী সভয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে।
উদ্দীপকের অধর বাবুর মনোভাব 'বিলাসী গল্পের যে প্রসঙ্গের সাথে সংগতিপূর্ণ, তা হলো-
i. সংকীর্ণতা
ii. জাতি বৈষম্য
iii. অস্পৃশ্যতা
নিচের কোনটি সঠিক?
• উদ্দীপকে অধর বাবুর আচরণে স্পষ্টভাবে জাতি বৈষম্য ও অস্পৃশ্যতার চিত্র ফুটে উঠেছে। তিনি কাঙালীর প্রতি অবজ্ঞা প্রকাশ করেছেন, কারণ কাঙালী নিম্নবর্ণের এবং তথাকথিত "অস্পৃশ্য।" এই মনোভাব 'বিলাসী' গল্পে সমাজে প্রচলিত জাতপাত ও শ্রেণি বৈষম্যের বাস্তব চিত্রের সাথে মিলে যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
অসুস্থ সুমন মিয়ার দুর্দিনে তার সব আত্মীয়স্বজন দূরে চলে যায়। তার স্ত্রী নিজের গয়না বিক্রি করে এবং সমস্ত সঞ্চয় নষ্ট করে সুমন মিয়ার ভালো চিকিৎসার ব্যবস্থা করে। স্ত্রীর সেবা ও ডাক্তারদের প্রচেষ্টায় সুমন মিয়া সুস্থ হয়ে তার সব সম্পত্তি স্ত্রীর নামে লিখে দেয়। এতে তার আত্মীয়স্বজনেরা সুমন মিয়াকে কটাক্ষ করে বিভিন্ন অপবাদ প্রচার করতে থাকলে সুমন মিয়া তার স্ত্রীর ত্যাগ আর দয়ার্দ্র আচরণের কথা মনে করিয়ে দেয়।
'উপরের আদালতের হুকুমে' বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
"দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না।"
এখানে 'জোড়া' শব্দটি কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
'মৃত্যুঞ্জয়' রান্না করে খেত কেন?