বাইনারি যোগ বিয়োগ ও দুই এর পরিপূরক
আইসিটি শিক্ষক ক্লাসে চিহ্নযুক্ত সংখ্যা পড়াচ্ছিলেন। তিনি বললেন কোনো বাইনারি সংখ্যা পজিটিভ না নেগেটিভ সেটি বোঝার সহজ উপায় হলো MSB। পরে আট বিটের একটি বাইনারি সংখ্যা লিখলেন- 100000011 উদ্দীপকের আট বিটের বাইনারি সংখ্যাটি কী বোঝায়?
MSB হলো Most Significant Bit, অর্থাৎ সর্বোচ্চ মৌলিক বিট। এটি বাইনারি সংখ্যার প্রথম বিট, যা সংখ্যার চিহ্ন নির্ধারণ করে। একটি বাইনারি সংখ্যার মূল্য যদি এক হয়, অর্থাৎ 1 হয়, তাহলে সংখ্যাটি নেগেটিভ। অপরদিকে, মূল্য যদি শূন্য বা একের অধিক হয়, অর্থাৎ 0 বা ০০০... হয়, তাহলে সংখ্যাটি পজিটিভ। উল্লেখিত সংখ্যাটির MSB এর মান হলো 1, অর্থাৎ সংখ্যাটি নেগেটিভ। তাই ব্যাখ্যা হলো নেগেটিভ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আদনান জামী তার মামার কাছে (E)16, (7)৪ সংখ্যা দু'টির যোগফল জানতে চাইল। মামা আদনান জামীকে যোগফল দেখলো এবং বললো কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কর্মকাণ্ড যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে, তাছাড়া যোগের ক্ষেত্রে এক ধরনের সার্কিটও ব্যবহৃত হয়।
মি. কুনাল একজন কলেজ শিক্ষক। মি. কুনালের মাসে পত্রিকার বিল এবং বৈদ্যুতিক বিল যথাক্রমে ও । একদিন তিনি তার দুইজন ছাত্র বিলাস ও মৃদুলকে জিজ্ঞাসা করলেন সবশেষ আইসিটি পরীক্ষায় তারা কত নম্বর পেয়েছিল। বিলাস বলল – সে পেয়েছিল নম্বর এবং মৃদুল বলল- সে পেয়েছিল নম্বর।
তাসকিন স্যার শ্রেণিকক্ষে ICT বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন তোমারা ১ম সাময়িক পরীক্ষায় ICT বিষয়ে কত নম্বর পেয়েছিলে?সোহেবল বলল এবং রোহান বলল পিছন বসে থাকা মিতা বলল স্যার আমিতো নাম্বার পেয়েছি।
২০১৬ সালে, কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের জন্য চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষক আলীর হেক্টর জমির আলু, জামিলের হেক্টর সরিষার তেল, হাসিবের হেক্টর জমির টমেটো ও জলিলের হেক্টর জমির শসা নষ্ট হয়েছে।