বাইনারি যোগ বিয়োগ ও দুই এর পরিপূরক
তাসকিন স্যার শ্রেণিকক্ষে ICT বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন তোমারা ১ম সাময়িক পরীক্ষায় ICT বিষয়ে কত নম্বর পেয়েছিলে?সোহেবল বলল এবং রোহান বলল পিছন বসে থাকা মিতা বলল স্যার আমিতো নাম্বার পেয়েছি।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আদনান জামী তার মামার কাছে (E)16, (7)৪ সংখ্যা দু'টির যোগফল জানতে চাইল। মামা আদনান জামীকে যোগফল দেখলো এবং বললো কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কর্মকাণ্ড যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে, তাছাড়া যোগের ক্ষেত্রে এক ধরনের সার্কিটও ব্যবহৃত হয়।
মি. কুনাল একজন কলেজ শিক্ষক। মি. কুনালের মাসে পত্রিকার বিল এবং বৈদ্যুতিক বিল যথাক্রমে ও । একদিন তিনি তার দুইজন ছাত্র বিলাস ও মৃদুলকে জিজ্ঞাসা করলেন সবশেষ আইসিটি পরীক্ষায় তারা কত নম্বর পেয়েছিল। বিলাস বলল – সে পেয়েছিল নম্বর এবং মৃদুল বলল- সে পেয়েছিল নম্বর।
২০১৬ সালে, কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের জন্য চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষক আলীর হেক্টর জমির আলু, জামিলের হেক্টর সরিষার তেল, হাসিবের হেক্টর জমির টমেটো ও জলিলের হেক্টর জমির শসা নষ্ট হয়েছে।
সাকিব এবং সাব্বির বাংলাদেশ ক্রিকেট দলের দুজন খেলোয়াড়। ইংল্যাণ্ড ক্রিকেট দলের বিরুদ্ধে তারা একদিনের ম্যাচে যথাক্রমে (1010101)2 এবং (37)8 রান করেছেন। অপরদিকে মাশরাফি (3D)16 রান করেছেন ।