ছত্রাকের বৈশিষ্ট্য, গঠন, প্রজনন ও গুরুত্ব
Phytophthora infestans - এর মাইসেলিয়াম-
স্বচ্ছ
অশাখ
সিনোসাইটিক
নিচের কোনটি সঠিক?
Phytophthora এক ধরনের Phycomycetes শ্রেণির ছত্রাক। ছত্রাক দেহ স্বচ্ছ, মাইসেলিয়াম এবং সিনোসাইটিক। এরা পোষক দেহের আন্তঃকোষীয় ফাঁকে অবস্থান করে এবং হস্টোরিয়া (haustoria) নামক বিশেষ হাইফার মাধ্যমে পোষক কোষ থেকে খাদ্যরস শোষণ করে বেঁচে থাকে। পরবর্তীতে আঃন্তকোষীয় হাইফা থেকে বায়বীয় শাখা পাতার নিম্নত্বকের স্টোম্যাটা দিয়ে গুচ্ছাকারে বের হয়ে আসে। বায়বীয় এ শাখাগুলোকে কনিডিয়োফোর বলে। কনিডিয়োফোর শাখান্বিত এবং প্রতি শাখার মাথায় একটি কনিডিয়াম থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

অনুজীবটি ব্যবহৃত হয়-
রুটি ফুলাতে
গবেষণায় জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে
জৈব এসিড তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ইস্টে কোন ধরনের এনজাইম পাওয়া যায়?
থ্যালোফাইটা বিভাগের একটি স্বভোজী জীব ও একটি পরভোজী জীব একত্রে অবস্থান করে অন্য একটি জীবদেহ সৃষ্টি হয়।
উদ্দীপকের জীবদেহের ক্ষেত্রে প্রযোজ্য-
স্বভোজী জীব পরভোজী জীবে আশ্রয় গ্রহণ করে
পরভোজী জীবের রাইজয়েড এ থাকে
পরভোজী জীবের বর্জ্য স্বভোজী জীব গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
রাতের খাবারে সজিব স্যুপ খায় যা এক ধরনের ছত্রাক দিয়ে তৈরি। উক্ত ছত্রাকটি মৃতজীবী স্বভাবের এবং ব্যাসিডিওমাইসিটিস শ্রেণির অন্তর্ভুক্ত।