ছত্রাকের বৈশিষ্ট্য, গঠন, প্রজনন ও গুরুত্ব

অনুজীবটি ব্যবহৃত হয়-
রুটি ফুলাতে
গবেষণায় জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে
জৈব এসিড তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Saccharomyces হলো ইস্ট (Yeast), যা এককোষী ছত্রাকের একটি গুরুত্বপূর্ণ গণ। এর ব্যবহারগুলো হলো:
i. রুটি ফুলাতে: সঠিক। Saccharomyces cerevisiae (বেকার্স ইস্ট) রুটি তৈরির সময় গাঁজন (Fermentation) প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড CO2 উৎপন্ন করে, যার কারণে রুটি ফুলে ওঠে।
ii. গবেষণায় জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে: সঠিক। Saccharomyces cerevisiae জিনতত্ত্ব এবং আণবিক জীববিজ্ঞানের গবেষণায় একটি বহুল ব্যবহৃত মডেল জীব (Model Organism) হিসেবে পরিচিত। এর সরল জেনেটিক গঠন গবেষণায় খুব সহায়ক।
iii. জৈব এসিড তৈরিতে: সঠিক নয়। জৈব এসিড (যেমন সাইট্রিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড) বাণিজ্যিকভাবে তৈরি করার জন্য প্রধানত অ্যাসপারজিলাস নাইজার (Aspergillus niger) নামক ছত্রাক ব্যবহৃত হয়, Saccharomyces নয়।
অতএব, i এবং ii হলো Saccharomyces-এর সঠিক ব্যবহার।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ইস্টে কোন ধরনের এনজাইম পাওয়া যায়?
থ্যালোফাইটা বিভাগের একটি স্বভোজী জীব ও একটি পরভোজী জীব একত্রে অবস্থান করে অন্য একটি জীবদেহ সৃষ্টি হয়।
উদ্দীপকের জীবদেহের ক্ষেত্রে প্রযোজ্য-
স্বভোজী জীব পরভোজী জীবে আশ্রয় গ্রহণ করে
পরভোজী জীবের রাইজয়েড এ থাকে
পরভোজী জীবের বর্জ্য স্বভোজী জীব গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
রাতের খাবারে সজিব স্যুপ খায় যা এক ধরনের ছত্রাক দিয়ে তৈরি। উক্ত ছত্রাকটি মৃতজীবী স্বভাবের এবং ব্যাসিডিওমাইসিটিস শ্রেণির অন্তর্ভুক্ত।
আর্কিগোনিয়েট জীব কোনটি?