কোম্পানির নিবন্ধনপত্র ,বিবরণপত্র ও কার্যারম্ভের অনুমতিপত্র
‘Certificate of Incorporation' কোন প্রতিষ্ঠান ইস্যু করে।
• কোম্পানির জন্মপত্রিকা (Birth Certificate) বলা হয়-নিবন্ধনপত্রকে।
• যৌথমূলধনী কোম্পানির নিবন্ধক কোম্পানির নিবন্ধনের প্রমাণ দিয়ে যে সনদ প্রদান করে তাকে কোম্পানির নিবন্ধনপত্র বলে।
• কোম্পানির অস্তিত্বের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো-নিবন্ধনপত্র বা নিগমিতকরণের প্রত্যয়নপত্র (Certificate of Incorporation) • Certificate of Incorporation বা নিবন্ধনপত্র, জনন্মসনদ ইস্যু করে RJSC (Registrar of Joint Stock Companies and Firms)। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
• কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা সৃষ্টি হয়-নিবন্ধনপত্র বা নিগমিতকরণের প্রত্যয়নপত্র প্রাপ্তির পর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোনটিকে কোম্পানির বিজ্ঞাপন বলা হয় ?
কোম্পানি যে দলিলের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আমন্ত্রন জানায় তাকে বলে -
বিবরণপত্র প্রচারের কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহে কোম্পানি ব্যর্থ হলে শেয়ারের আবেদন বাবদ প্রাপ্ত অর্থ আবেদনকারীদের ফেরত দিতে হয়-
শেয়ার ও ডিবেঞ্চার বিক্রয়ের নিমিত্তে ব্যবহৃত দলিলকে বলা হয়-