কোম্পানির নিবন্ধনপত্র ,বিবরণপত্র ও কার্যারম্ভের অনুমতিপত্র
শেয়ার ও ডিবেঞ্চার বিক্রয়ের নিমিত্তে ব্যবহৃত দলিলকে বলা হয়-
» বিবরণপত্র (Prospectus):
• যে পত্র বা বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সাধারণ জনগণকে কোম্পানির শেয়ার ও ডিবেঞ্চার ক্রয়ের আমন্ত্রণ জানানো হয় তাকে বলা হয়- প্রসপেক্টাস বা বিবরণপত্র।
• বিবরণপত্র ইস্যু করতে পারে-শুধু পাবলিক লিঃ কোম্পানি। (প্রাইভেট লিঃ কোম্পানি এটি ইস্যু করতে পারে না।)
• বিবরণপত্র ইস্যু করা হয়-নিবন্ধনের পর এবং শেয়ার ইস্যুর পূর্বে
• প্রসপেক্টাস বা বিবরণপত্রের পরিবর্তে পাবলিক লিমিটেড কোম্পানি যে হুবহু নকল বিবরণ পেশ করে তাকে বলা হয়- বিবরণপত্রের বিকল্প বিবৃতি।
» স্মারকলিপি(Memorandum of Association):
• কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো-স্মারকলিপি বা পরিমেলবন্ধ বা সংঘস্মারক।
• স্মারকলিপি বা পরিমেলবন্ধকে বলা হয় কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান।
• কোম্পানির উদ্দেশ্য, কার্যপরিধি ও ক্ষমতার সীমা নির্দেশ করা হয়- স্মারকলিপির দ্বারা।
» পরিমেল নিয়মাবলি (Articles of Association):
• কোম্পানির ২য় গুরুত্বপূর্ণ দলিল হলো-পরিমেল নিয়মাবলি বা সংঘবিধি।
• কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও কার্য পরিচালনা সংক্রান্ত যাবতীয় নিয়ম নীতি লেখা থাকে পরিমেল নিয়মাবলিতে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই