চৌম্বকের সাহায্যে শক্তি ও চৌম্বক ফ্লাস্ক
100 পাকের কোনো কুন্ডলীর মধ্য দিয়ে 1 A মানের প্রবাহ অতিক্রম করছে এবং এর প্রতি পাকের সাথে 0.5 Wb মানের চৌম্বক ফ্লাক্স সংযুক্ত রয়েছে।
কুন্ডলীতে
সংযুক্ত মোট ফ্লাক্স কত?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
45 cm2 ক্ষেত্রফলবিশিষ্ট একটি তল 5 × 10-5 T সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 60° কোণ তৈরি করে। তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স বের কর।
সায়েম পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে একটি তার কুণ্ডলী নিয়ে পরীক্ষা করছে। সে 500 পাকের কুণ্ডলীতে 2.5 A তড়িৎ প্রবাহ চালনা করে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন পেল । সায়েম ধারণা করছে, কুণ্ডলীটিতে সময় পর্যন্ত তড়িৎ প্রবাহ চালিয়ে সে আবিষ্ট তড়িচ্চালক শক্তি পাবে।
একটি কুণ্ডলীর সঙ্গে যে কোনো t সময়ে জড়িত চৌম্বক ফ্লাক্স φ = (10 t2 – 50 t + 250) Wb; t = 3 s সময়ে কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বল কত?
একটি আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল 12 × 10-4 m2 এবং এটি একটি 3.0T চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে স্থাপন করা হলো।
পরবর্তীতে কয়েলটি 3 সেকেন্ডে ঘুরে চৌম্বক ক্ষেত্রের সাথে 30° কোণে অবস্থান করে।
প্রাথমিক অবস্থায় কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের মান কত?