২.১৪ nitro গ্লিসারিন, TNT, ডেটল, প্যারাসিটামল
হৃদরোগ angina pictoris নিবারণে কোনটি ওষুধরূপে ব্যবহৃত হয়?
নাইট্রোগ্লিসারিন : নাইট্রোগ্লিসারিন বর্ণহীন তৈল জাতীয় পদার্থ। এটি বিস্ফোরক ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয়।
ব্যবহার : (১) তেলের খনি সন্ধান কাজে ব্যবহৃত আধুনিক blasting gelatin এবং Cordite তৈরিতে গান কটন (সেলুলোজ নাইট্রেট) এর সাথে নাইট্রোগ্লিসারিন মিশানো হয়। (২) এছাড়া হৃদরোগে ওষুধরূপে এটির ব্যবহার আছে। হৃদপিণ্ডের রক্ত নালিতে রক্ত প্রবাহে বাধাজনিত angina pectoris বা হৃদ-ব্যথা নিবারণে ওষুধরূপে নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয়, যা রক্তনালিকে প্রসারিত করে। ফলে রক্ত চাপ হ্রাস পায়। (৩) এটি হাঁপানি (asthma) রোগেও ওষুধরূপে ব্যবহৃত হয়। অধিক নাইট্রোগ্লিসারিন ব্যবহারে প্রবল মাথাধরা ও চেতনাহীন হয়ে পড়ে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই