তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
হয় ধান নয় প্রাণ, এ শব্দে/সারা দেশ দিশেহারা,
/একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুভয় তারা ।/
শাবাশ, বাংলাদেশ, এ পৃথিবী/ অবাক তাকিয়ে রয়; /
/জ্বলে-পুড়ে, মরে ছারখার তবু মাথা নোয়াবার নয় ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
১৯৪৭, ১৯৫২, ১৯৬৯ ও ১৯৭১ এই সময়গুলো বাঙালির অস্তিত্বে মিশে আছে। কত রক্তগঙ্গা পার হয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। সময়ের পালা-বদলে আজও আমরা অস্তিত্বকে টিকিয়ে রাখতে লড়াই করে চলেছি এখনকার লড়াই-বৈষম্যের বিরুদ্ধে লড়াই, অর্থনৈতিক মুক্তির লড়াই।
‘মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে ।