কৃতকাজ
স্বাভাবিক তাপমাত্রায় ও চাপে 1 mole আদর্শ গ্যাসের তাপমাত্রা 1K বাড়ালে যে পরিমাণ কাজ হয়-
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে ১ মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা ১ K বাড়াতে যে পরিমান তাপের প্ৰয়োজন হয় তাকে আদর্শ গ্যাস ধ্রুবক বলে । যাকে R দ্বারা প্রকাশ করা হয় । R এর মান ৮. ৩১ ৪ । যেহেতু তাপ =কৃতকাজ তাই কাজের পরিমান R ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উপরের চক্রাকার প্রক্রিয়া ঘড়ির কাটার ঘূর্ণনের বিপরীতক্রমে বিবেচনা করলে, ডায়াগ্রামে আবদ্ধ ক্ষেত্রের নির্দেশ করে-
0°C তাপমাত্রার 20g বরফকে গলানোর পর 100° C তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলো।
শুধুমাত্র গলাতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কত?
নিচের P-V গ্রাফে কার্যকরী উপাদানসহ একটি কার্নো চক্রের কৃতকাজ দেখানো হলো:

একটি তাপ ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা তাপ গ্রাহকের তাপমাত্রার 4 গুণ। এই সিস্টেমে 40 gm হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়েছিল। প্রথমে একে ধীরে ধীরে সংকুচিত করে আদি আয়তনের এক-তৃতীয়াংশ করা হলো। পরে পুণরায় দ্রুত প্রসারিত করে আগের অবস্থায় নেওয়া হলো।