সমআয়ন প্রভাব
স্বল্পদ্রাব্য লবণের সম্পৃক্ত দ্রবণে ঐ লবণের কোন একটি সমআয়ন সম্পন্ন তীব্র তড়িৎবিশ্লেষ্য যোগ করলে, স্বল্পদ্রাব্য লবণের -
যেকোন একটি আয়ন (সম- আয়ন ) বিশিষ্ট অন্য একটি তীব্র তড়িৎ-বিশ্লেষ্য যোগ করলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যটির বিয়োজন মাত্রা যথেষ্ট পরিমান হ্রাস পায় ।একে সম-আয়ন প্রভাব বলে।
NaCl →Na+ +Cl- কোন দ্রবনের বিয়োজন যদি সাম্যবস্থায় থাকে এবং এই অবস্থায় বাহির হতে আরো সম আয়ন যোগ করা হয় তবে লা-শাতেলিয়ার নীতি অনুসারে সাম্যবস্থা বাম দিকে সরে আসে। উপরোক্ত বিক্রিয়ায় যদি HCl যোগ করা হয় তবে দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে যায় এবং সাম্যবস্থা বাম দিকে সরে এসে দ্রাব্যতা হ্রাস করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই