Cycas
স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে কি গঠন করে?
যৌন জনন : Cycas-এ পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ পৃথক। পুং Cycas উদ্ভিদের শীর্ষে অসংখ্য পুংরেণুপত্র
(microsporophyll) সৃষ্টি হয় যা একত্রিত হয়ে একটি মোচাকৃতির পুংস্ট্রোবিলাস তৈরি করে। পুংরেণুপত্রের সরু বর্ধিত
মাথাকে অ্যাপোফাইসিস বলে। পুংরেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পোরাঞ্জিয়া (একবচনে স্পোরাঞ্জিয়াম) তৈরি হয়। ২-৫টি
স্পোরাঞ্জিয়া একত্রে অবস্থান করে, যাকে সোরাস (বহুবচনে সোরাই) বলে। স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষ সৃষ্টি
হয় । প্রতিটি স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পুংরেণু (microspore) তৈরি করে। পুংরেণু হতে
পরে শুক্রাণু তৈরি হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সর্ববৃহৎ শুক্রাণু বিশিষ্ট উদ্ভিদের-
i. পাতা ডাইমরফিক ধরনের
ii. কাণ্ড স্থায়ী পত্রমূল দ্বারা আচ্ছাদিত
iii. আর্কিগোনিয়া উপস্থিত
নিচের কোনটি সঠিক?
Cycas-এর বৈশিষ্ট্য হলো-
নিচের কোনটি সঠিক?
চিত্রে A চিহ্নিত অংশ কোনটি?
রশিদ একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ক্লাস শেষে একদিন সে লক্ষ করল তাদের অধ্যক্ষের কক্ষের পিছন দিকে একটি ছােট খেজুর গাছের মতাে গাছ আছে। সে তার শিক্ষকের কাছে গাছটি সম্পর্কে জানতে চাইলে তিনি একে Cycas বলে জানাল।
উদ্দীপকের উদ্ভিদটি সম্পর্কে তথ্য হলাে-
উদ্ভিদটি জীবন্ত জীবাশ্ম হিসেবে খ্যাত
এদের পুংজননকোষ জীবজগতের মধ্যে সর্ববৃহৎ ও সচল
স্ত্রীরেণুপত্রগুলাে গুচ্ছভাবে স্ট্রোবিলাস গঠন করে
নিচের কোনটি সঠিক?