প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা (বয়ঃসন্ধিকাল,রজঃচক্র,গ্যামেট সৃষ্টি)
স্পার্মাটোজেনেসিসের সংখ্যাবৃদ্ধি পর্যায়ে-
জনন মাতৃকোষ বারবার বিভাজিত হয়
কোষগুলোতে ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে
স্পার্মাটোগোনিয়া তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
সংখ্যাবৃদ্ধি পর্যায় (Multiplication Phase): শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার জার্মিনাল এপিথেলিয়ামের প্রিমর্ডিয়াল জননকোষ (primordial germcell) বা জনন মাতৃকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়। সৃষ্ট কোষগুলোকে স্পার্মাটোগোনিয়া (spermatogonia) বলে। কোষগুলোতে ডিপ্লয়েড (2n) সংখ্যক ক্রোমোজোম থাকে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই