মাল্টিমিডিয়া
সৌমিত্র একটি পত্রিকায় স্বেচ্ছায় প্রকৃতি ও পরিবেশ নিয়ে লিখেন। মাঝেমাঝে তাকে ফুল, পাখি অথবা নদীর ছবি সংযুক্ত করতে হয়। তিনি পেশায় একজন হিসাবরক্ষক। তাকে কর্মচারীর হিসাব রাখতে হবে এবং তার ভিত্তিতে একটি মাসিক প্রতিবেদন তৈরি করতে হবে।
সৌমিত্র তার স্বেচ্ছাকৃত কাজের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হবে?
ওয়ার্ড প্রসেসরে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরণের সুবিধা পেয়ে থাকি। তার মধ্য হতে কিছু সুবিধার কথা নিচে তুলে ধরা হলো।
যে কোন ধরণের Text লেখা যায়।
Text লিখতে গিয়ে যদি বানানে কোন ভুল হয় তবে সংশোধনের সুযোগ পাওয়া যায়।
প্রয়োজন অনুযায়ী Text -এ আলাদা আলাদা কালার দেওয়া যায়।
ভবিষ্যতের জন্য ডকুমেন্ট Save করা যায়।
ডমকুমেন্ট Save করার পরও ডকুমেন্টকে নতুন করে শতভাগ সম্পাদনা করা যায়।
ইলেক্ট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ওয়ার্ড প্রসেসরে তৈরি ডকুমেন্ট আদান-প্রদান করা যায়।
একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়।
ডকুমেন্টের Text-এ ছবি , গ্রাফ , টেবিল , চার্ট ইত্যাদি সংযােজন করে ডকুমেন্টকে নান্দনিক ভাবে ফুটিকে তোলা যায়।
কাগজের নথি বা ফাইলের পরিবর্তে
Word
processor এর মাধ্যমে ডকুমেন্ট সংরক্ষণ করা সহজ।ডকুমেন্টকে Print Out করা যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found