অ্যানিলিডা ও মলাস্কা
সৈকত পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় একটি আঁইশ ও পাখনাযুক্ত এবং অন্যটি খোলকযুক্ত ও অখণ্ডায়িত প্রাণী পেলেন।
উদ্দীপকের শেষোক্ত প্রাণীটি যে পর্বের অন্তর্গত—
পর্ব Mollusca-র বৈশিষ্ট্য
১. দেহ নরম, মাংসল ও অখণ্ডকায়িত।
২. সিলোমেট, অধিকাংশ দ্বিপার্শীয় প্রতিসম (গ্যাস্ট্রোপোডা ব্যাতীত) এবং সুস্পষ্ট মাথাবিশিষ্ট।
৩. ম্যান্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত। ম্যান্টল থেকে ক্ষরিত পদার্থে চুনময় খোলক গঠিত হয়।
৪. দেহগহ্বর খুব সংক্ষিপ্ত ও হিমোসিল– এ পরিণত হয়েছে।
৫. দেহের অঙ্কীয়দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসপিণ্ডের মতো পদ।
৬. পৌষ্টিকনালি পেঁচানো কখনো U আকৃতির মুখবিবরে কাইটিন নির্মিত একটি রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে ব্যতীত।
৭. রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে।
৮.অর্ধ মুক্তসংবহনতন্ত্র দেখা যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই