তাহারেই পড়ে মনে
'সে বসন্ত একদিন করেছিল শত কোলাহল
সে আজ নিঃশব্দে আসে আমার নির্জনে'
উদ্দীপকের ভাবানুষজ্ঞ 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ?
• এই চরণটি "সে বসন্ত একদিন করেছিল শত কোলাহল, সে আজ নিঃশব্দে আসে আমার নির্জনে" এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ, কারণ এতে বসন্তের আগমন এবং তার প্রভাবের কথা বলা হয়েছে। "দখিনা সমীর তার গন্ধে হয়েছে কি অধীর আকুল" চরণে বাতাসের গন্ধ এবং তার প্রতি আকুলতার কথা বলা হচ্ছে, যা নিঃশব্দ বসন্তের আবহের মতোই একটি অনুভূতি তৈরি করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ঋতুরাজ বসন্তে প্রকৃতি সাজ সাজ রবে মেতে উঠলেও ডা. ইমরান তার পেশায় ব্যস্ত থাকায় কিছুই অনুভব করেননি।
ডা. ইমরানের মধ্যে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির কোন দিকটির দৃশ্যমান?
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির বসন্ত বিমুখতা দিয়ে কী বোঝানো হয়েছে?
আফরোজা তার মামার বাসায় বেড়াতে এসে জানতে পারলো যে, ঐদিন মামাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান। চারদিকে আলোকসজ্জা, সবাই নতুন জামা পড়েছে, বাড়িতে অনেক অতিথি এসেছে। আফরোজা চমৎকার গান গাইতে পারে বিধায় আফরোজার মামা তাকে জন্মদিনের একটি গান গাইতে বললো। আফরোজা গান গাওয়া শুরু করে কেঁদে ফেললো কারণ তিন বছর পূর্বের এই দিনেই তার বাবা মারা যায়।
উদ্দীপকে ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় যুগপৎভাবে ফুটে উঠেছে-
i. নির্লিপ্ততা
ii. প্রিয়জন হারানোর বেদনা
iii. স্মৃতিকাতরতা
নিচের কোনটি সঠিক?
"ভুলিতে পারি না তারে ভোলা যায় না
বারে বারে মনে পড়ে কেন জানি না।"
উদ্দীপকের 'তারে' 'তাহারেই পড়ে মনে' কবিতার নিচের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?