৫.১১ শিল্প ক্ষেত্রে nano পার্টিকেল
সূক্ষ্ণ ছাকনি দিয়ে কি করা হয়?
সূক্ষ্ম ছাঁকনি পদ্ধতি (Fine Particle filtration) : বায়ু দূষকদের মধ্যে অন্যতম হলো বায়ুতে মিশ্রিত ক্ষুদ্র ক্ষুদ্র কঠিন বস্তু কণা। যেমন সিমেন্ট কারখানা থেকে সৃষ্ট সূক্ষ্ম কঠিন বায়ু দূষকসমূহ। তাই কারখানার নির্গত বর্জ্যের সূক্ষ্ম কঠিন দূষক পদার্থকে সূক্ষ্ম ছাঁকনির মাধ্যমে ছেঁকে দূষণ মুক্ত করে বর্জ্য গ্যাসকে বায়ুতে মুক্ত করা যায়। তোমরা বাড়ির এয়ারকন্ডিশন মেসিনে এ ধরনের সূক্ষ্ম ছাঁকনি দেখতে পারবে। কলকারখানায় একই ধরনের সূক্ষ্ম-ছাঁকনি ব্যবহার করা যায়। তবে তা হবে বেশ বড় আকারের। এরূপ সূক্ষ্ম ছাঁকনি কয়েকদিন পর পর পরিষ্কার করে নিতে হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই