রক্তে আমার অনাদি অস্থি
"সুরমা তোমার কাজল বুকের পলিত গলিত হেম।"- এখানে 'পলিতে গলিত হেম' বলতে বোঝানো হয়েছে-
i. বাংলার মাটি সোনার মত চকচকে
ii. বাংলার মাটিতে সোনার ফসল ফলে
iii. বাংলার মাটির মূল্য অনেক বেশি
নিচের কোনটি সঠিক?
• উল্লেখিত লাইনটিতে "পলিতে গলিত হেম" বলতে বোঝানো হয়েছে যে বাংলার মাটিতে সোনার মতো ফসল ফলে। এখানে "পলি" মাটিকে বোঝায়, যা উর্বর এবং ফসল উৎপাদনের জন্য বিখ্যাত।লাইনটিতে প্রকৃতপক্ষে বাংলার উর্বর মাটির সৌন্দর্য ও প্রাচুর্যের কথা বলা হয়েছে।এই উপমার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে বাংলার মাটি এতটাই উর্বর যে তা থেকে সোনার মতো দামি ও মূল্যবান ফসল উৎপন্ন হয়। এটি বাংলার প্রকৃতি ও কৃষিজীবী মানুষের প্রতি কবির গৌরব ও শ্রদ্ধার প্রকাশ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই