ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়া ও রুপান্তর এবং পুঞ্জাক্ষীর গঠন ও দর্শন কৌশল
সুপারপজিশন প্রতিবিম্ব—
i মৃদু আলো ব্যবহার হয়
ii. তির্যক ও উলম্বিক উভয় আলো দরকার
iii. বস্তুর ভিন্ন ভিন্ন অংশের পৃথক প্রতিবিম্ব তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
মোজাইক প্রতিবিম্ব ও সুপারপজিসন প্রতিবিম্বের তুলনা:
তুলনীয় বিষয় | মোজাইক প্রতিবিম্ব | সুপারপজিসন প্রতিবিম্ব |
|---|---|---|
আলোর অবস্থা | তীব্র বা উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব গঠিত হয়। | মৃদু বা স্তিমিত আলোতে প্রতিবিম্ব গঠিত হয়। |
রঞ্জক আরবণী | রেটিনাল ও আইরিশ আবরণী প্রসারিত হয়। | রেটিনাল ও আইরিশ আবরণী সংকুচিত হয়। |
আলোকরশ্মি | কেবল উলম্বিক আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে। | তির্যক ও উলম্বিক উভয় আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে। |
প্রতিবিম্বের ধরণ | বস্তুর ভিন্ন ভিন্ন অংশের পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় | বস্তুর সম্পূর্ণ অংশের অস্পষ্ট, সামগ্রিক ও ঝাপসা প্রতিবিম্ব গঠিত হয়। |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ওমাটিডিয়ামের কোন অংশ আলো প্রতিসরণে সাহায্য করে?
পঙ্গপাল নামধারী পতঙ্গটির দর্শন ইন্দ্রীয় হলো পুঞ্জাক্ষি। উজ্জ্বল আলোতে প্রাণীটি শুধুমাত্র উল্লম্ব আলোক রশ্মির মাধ্যমে দর্শন সম্পন্ন করে। মৃদু আলোতে প্রাণীটি দর্শন প্রক্রিয়া সম্পন্ন করতে উল্লম্ব ও তীর্যক দুই ধরনের আলোক রশ্মিই ব্যবহার করে।

ঘাসফড়িং-এর দর্শন ইন্দ্রিয় হলো পুঞ্জাক্ষী। এই অঙ্গের মাধ্যমে উক্ত প্রাণীটি উজ্জ্বল ও মৃদু আলোতে বস্তুর ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব গঠন করে। আবার জন্ম-বৃত্তান্তের ক্ষেত্রে লক্ষ করা যায় যে, উহা বার বার খোলস মোচনের মাধ্যমে পূর্ণাঙ্গ পতঙ্গে পরিণত হয়।