উৎসেচক বা এনজাইম
সাবস্ট্রেটকে আদ্রবিশ্লেষণ করলে-
ফসফেট
এস্টারেজ
কাইনেজ
নিচের কোনটি সঠিক?
সাবস্ট্রেট-বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে : সাবস্ট্রেটের সাথে এনজাইমের নাম যোগ করে এ জাতীয় নামকরণ করা হয়।সাধারণত বিক্রিয়াকে নির্দিষ্ট করে বোঝাতে এ জাতীয় নামকরণ করা হয়। যেমন :সাবস্ট্রেট হেক্সোজ (গ্লুকোজ) এবং এনজাইম কাইনেজ, তাই যুক্ত নাম দেয়া হয়েছে হেক্সোকাইনেজ। গ্লুকোজ থেকে গ্লুকোজ-৬-ফসফেট সৃষ্টিকালে এ এনজাইম কার্যকরী হয়। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির বিক্রিয়ার এনজাইমের নাম পাইরুভিক অ্যাসিড কাইনেজ। এমনইভাবে ফসফোফ্রুক্টোকাইনেজ, ফসফোগ্লুকো-আইসোমারেজ ইত্যাদি।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কো-এনজাইম-
প্রোটিন
ডায়ালাইসিস করা যায়
স্বতন্ত্রভাবে কাজ করতে পারেনা
নিচের কোনটি সঠিক?
এক প্রকার জৈব রাসায়নিক যৌগ আছে যা জীবদেহের অন্যতম গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এই যৌগের কিছু যৌগ জৈব অনুঘটক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রক্তে ইউরিক এসিড শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়?
রিদিমার ৬০ বছর বয়স্ক ফুপি গ্রাম থেকে ঢাকায় এসেছেন চোখের ডাক্তার দেখাতে। ওনার চোখের কালো অংশে পর্দার মতো আস্তরণ পড়েছে তাই চোখে কম দেখেন। ডাক্তার একটি বিশেষ পদার্থ দিয়ে চোখের অপারেশন করে আস্তরণটি ফেলে দিলেন। এখন উনি ভালো দেখতে পান।
ডাক্তার যে বিশেষ পদার্থটি ব্যবহার করে অপারেশন করেন?