একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কান্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য
সরিষা উদ্ভিদে কোন ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায়?
১। অ্যানোমোসাইটিক (Anomocytic): এক্ষেত্রে পত্ররন্ধ্র বেষ্টনকারী সহকারী কোষসমূহকে অন্যান্য এপিডার্মাদ কোষ হতে আলাদা করা যায় না। নয়নতারা ও কুমড়া জাতীয় উদ্ভিদে পাওয়া যায়।
২।(Anisocytic): এক্ষেত্রে তিনটি অসম আকারের সহকারি কোষ দ্বারা পত্ররন্দ্র বেষ্টিত থাকে। সরিষা, তামাক, বেগুন ইত্যাদি উদ্ভিদে পাওয়া যায়।
৩। ডায়াসাইটিক (Diacytic): এক্ষেত্রে রক্ষীকোষের সাথে সমকোণে অবস্থিত দুটি সহকারি কোষ দ্বারা পত্ররন্ত্র বেষ্টিত থাকে। চিরতা, কলসী ইত্যাদি উদ্ভিদে পাওয়া যায়।
৪। প্যারাসাইটিক (Paracytic): এক্ষেত্রে সমান্তরালে অবস্থিত দুটি সম আকারের সহকারি কোষ দ্বারা পত্ররন্ত্র বেষ্টিত থাকে। রঙ্গন উদ্ভিদে পাওয়া যায়
৫। অ্যাকটিনোসাইটিক (Actinocytic): এক্ষেত্রে এক চক্র বিচ্ছুরিত সহকারি কোষ দ্বারা পত্ররন্ধ্র বেষ্টিত থাকে। Ebenaceae গোত্রের উদ্ভিদে পাওয়া যায়।
৬। গ্রামিনিয়াস (Gramineous): এক্ষেত্রে পত্ররন্ধ্রের দুটি ডাম্বেল আকৃতির রক্ষীকোষ দুটি সহকারি কোষ দ্বারা বেষ্টিত থাকে। ধান, গম, ভুট্টা, ঘাস ইত্যাদি উদ্ভিদে পাওয়া যায়।
৭। টেট্রাসাইটিক (Tetracytic): এক্ষেত্রে পত্ররন্ধ্র চারটি সহকারি কোষ দ্বারা বেষ্টিত থাকে যাদের দুটি পত্ররন্ত্রের দুপাশে এবং দুটি রক্ষীকোষের পেছনে থাকে। Asclepiadaceae গোত্রের উদ্ভিদে পাওয়া যায়
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই