সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি
সরল দোলন গতিসম্পন্ন কণার ক্ষেত্রে হচ্ছে -
সর্বোচ্চ গতিশক্তি
সর্বোচ্চ বিভবশক্তি
মোট শক্তি
নিচের কোনটি সঠিক ?
জেনে রাখো: সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ বিভবশক্তি এবং মোট শক্তি তিনটিই ।
বল ধ্রুবক K ও বিস্তার A হলে মোট শক্তি =
মোট শক্তি = বিভবশক্তি + গতিশক্তি
সর্বোচ্চ বিভবশক্তি হলে গতিশক্তি শূন্য। মোট শক্তি = সর্বোচ্চ বিভবশক্তি + ০ =
সর্বোচ্চ গতিশক্তি হলে বিভবশক্তি শূন্য। মোট শক্তি = ০ + সর্বোচ্চ গতিশক্তি =
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
এখানে, T = 2 sec
একটি সরল ছন্দিত কণার গতির সমীকরণ বন্তুর ভর , বিস্তার এবং কৌণিক বেগ .
একটি দোলক ঘড়ি সরল দোলগতি সম্পন্ন করছে যার কম্পাঙ্ক ω । এর গতিশক্তির পরিবর্তনের কম্পাঙ্ক-
সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো কণার ক্ষেত্রে-
[অক্ষরগুলো প্রচলিত অর্থ বহন করে]
বিভব শক্তি, Ep= ½ kA2sin2 (ωt+δ)
গতিশক্তি, Ek= ½ kA2cos2 (ωt+δ)
মোটশক্তি , E ∝ A2
নিচের কোনটি সঠিক?