১.১২ গ্যাস সিলিন্ডার করনে গ্যাস সূত্রের প্রয়োগ
সন্ধি তাপমাত্রা সম্পর্কে সঠিক উক্তি হলো....
নিচের কোনটি সঠিক?
সন্ধি তাপমাত্রা হলো এমন তাপমাত্রা যার উপর কোনো পদার্থকে যতই চাপ প্রয়োগ করা হোক তা আর তরলে পরিণত হবে না।
CO2 ও O2 এর সন্ধি তাপমাত্রা যথাক্রমে ৩১১ ও -১১৮.৮০° সেলসিয়াস
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
CNG চালিত একজন অটোরিক্সা ড্রাইভার 300 atm চাপ সহ্য ক্ষমতাসম্পন্ন 50L আয়তনের একটি গ্যাস সিলিন্ডারে 25°C তাপমাত্রা এবং 200atm চাপে গ্যাস ভর্তি করে নাটোর থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে একদল উচ্ছৃঙ্খল জনতা যানবাহনটিতে আগুন ধরিয়ে দেয় । ফলে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে দুজন নিরীহ পথচারীর করুণ মৃত্যু হয় ।
[সিলিন্ডার-1 27°C তাপমাত্রায় 200 atm এবং সিলিন্ডার-237°C তাপমাত্রায় 50 atm চাপ সহ্য করতে পারে]
নিচের কোন জ্বালানির ক্যালরিফিক মান সবচেয়ে অধিক?
CO2 গ্যাসের সন্ধিচাপ বায়ুমন্ডলীয় এককে কত?